সোনা সোনা সোনা
লোকে বলে সোনা
সোনা নয় তত খাঁটি
বলো যত খাঁটি
তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে
আমার জন্মভূমির মাটি।।
ধন জন মন যত ধন দুনিয়াতে
হয় কি তুলনা বাংলার কারো সাথে
কত মার ধন মানিক রতন
কত জ্ঞানী গুণী কত মহাজন
এনেছি আলোর সূর্য এখানে
আঁধারের পথ পাতি রে
আমার বাংলাদেশের মাটি
আমার জন্মভূমির মাটি।।
এই মাটির তলে ঘুমায়েছে অবিরাম
রফিক, শফিক, বরকত কত নাম
কত তিতুমীর, কত ঈশা খান
দিয়েছে জীবন, দেয় নি তো মান।।
রক্তশয্যা পাতিয়া এখানে
ঘুমায়েছে পরিপাটি রে
আমার বাংলাদেশের মাটি
আমার জন্মভূমির মাটি।
[গানটি লিখেছেন আব্দুল লতিফ এবং গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ]
HASAN
THIS IS VERY VERY GOOD SONG AND MY FAV
মামুন
শাহনাজ রহমতুল্লাহ বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। যেই কন্ঠ দিয়ে এসব গান তিনি গেয়ে গেছেন। বাঙ্গালী জাতি এই প্লানেটে যতকোটি বছর এক্সিস্ট করবে এই গানের আবেদন কোনদিন হারাবে না।
Shahed Munir
Correct