প্রজাপতি প্রজাপতি
কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা
টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা।।
তুমি টুলটুলে বন-ফুলে মধু খাও
মোর বন্ধু হয়ে সেই মধু দাও,
ওই পাখা দাও সোনালী-রূপালী পরাগ মাখা।।
মোর মন যেতে চায় না পাঠশালাতে
প্রজাপতি, তুমি নিয়ে যাও সাথী করে তোমার সাথে।
তুমি হাইয়ায় নেচে নেচে যাও
আর তোমার মত মোরে আনন্দ দাও,
এই জামা ভাল লাগে না দাও জামা ছবি-আঁকা।।
পূর্ববর্তী:
« পূজা করো যজ্ঞ করো
« পূজা করো যজ্ঞ করো
পরবর্তী:
প্রভু নিলাজ হৃদয়ে কর কঠিন আঘাত »
প্রভু নিলাজ হৃদয়ে কর কঠিন আঘাত »
Mohammad Nazmul Anwar
Share
Prabir Acharjee
ব্রহ্মা বলে তব নাম রত্নাকর ছিল।
আজি হৈতে তব নাম কাল্মীকি হইল।।
Navya Chatterjee
Very nice expression
And accurationly intelligent
কথা চৌধুরী
আমার এইটা শিখতে একটুও অসুবিধে হল না কেন না এইটা ছিল। THANKYOU❤️❤️
Navya Chatterjee
My no problem