ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।
পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।।
ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।।
পূর্ববর্তী:
« দিন এসেছে এইবার
« দিন এসেছে এইবার
পরবর্তী:
নওজোয়ান নওজোয়ান বিশ্বে জেগেছে নওজোয়ান »
নওজোয়ান নওজোয়ান বিশ্বে জেগেছে নওজোয়ান »
Imtiaz
Puro gannta kothai pabo ?
চন্দন রায়
স্নলাপ এ কিছু ভুল আছে।
Sheikh Rakib Ahmed
এই দেশেতে জন্ম আমার এই দেশেতে মরি.