মাগো তোমার কোলে জন্মে
পেয়েছি সুখের আলো
তাইতো তোমায় জীবন দিয়েও
তাই বেসেছি ভালো।।
তোমার বুকের সুধায় আমি
স্বপ্ন দেখি মুগ্ধ চোখে
শিশির কণা পাত্র ছুঁয়ে
প্রাণের পরশ পেলো।।
এখানে পদ্মা মেঘনা যমুনা
ফল্গু ধারা বয়ে চলে যায়
কুলু কুলু ঢেউ কলরোলে নাচে
বাংলা মায়ের কোলে।।
[গানটির কথা ও সুর দিয়েছেন এ.এফ.এম. আলিমউজ্জামান]
Leave a Reply