আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি।
ও মা, ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে–
(মরি হায়, হায় রে)
ও মা, অঘ্রাণে তোর ভরা খেতে,
(আমি) কি দেখেছি মধুর হাসি।।
কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো–
কী আঁচল বিছায়েছ
বটের মূলে, নদীর কূলে কূলে।।
মা তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো–
(মরি হায়, হায় রে)
মা, তোর বদনখানি মলিন হলে
আমি নয়ন জলে ভাসি।।
kapil mukherjee
always heart find beauty if it take originaly then who fill the song in this time is a -Meditation .presently only hered,mixing with life very deficult.Sory.fo.sp.mis
(samik)
dipanwita
গানটি বাংলাদেশী শিলপীর কনেঠ শুনতে চাই, দয়াকরে যদি কোন লিঙক পাঠান, উপকৃত হই.
MD SOFIYAN
Hi how r y l am fine l am work ABU DHABI
Shovan Roy
রবীন্দ্রনাথ ঠাকুরের গান এত কম কেন??
নাদীরুজ্জামান
আিম eক িবরাট কনিফuশেন আিc। আমােদর জাতীয় সংগীত “আমার
Mahbub Khan
এটা সোনল মন ভরে যায়