চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে।
অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে।।
ধরায় যখন দাও না ধরা
হৃদয় তখন তোমায় ভরা,
এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে।।
তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে।
খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে।
থাক তবে সেই কেবল খেলা,
হোক-না এখন প্রাণের মেলা
তারের বীণা ভাঙল, হৃদয়-বীণার গাহি রে।।
পূর্ববর্তী:
« চোখ যে ওদের ছুটে চলে গো
« চোখ যে ওদের ছুটে চলে গো
পরবর্তী:
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে »
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে »
Ripon
Robindronath lussa silo
Razz
আপনি কি করে জানলেন ভাই
snehangshu dey.mizoram
khub valo gaan
Sharif
রিপন, রবিন্দ্রনাথ আবার তোমার লগে কি লুইচ্চামি করল? সে কি তোমার গার্ল ফ্রান্ডের দিকে “কু” নজর দিছিল??
Sohel
ভাই, শোনেন, কিছু কিছু মানুষ আছে যারা এইসব বাজে কথা বলবেই। তাই বলে রবি বাবুর কিছু আসে যায় না।
পলাশ
@ripon—–>>>>how dare u to make fun with RNT….
saif rubel
dhik !!!!ripon…….you are …….
তপু
রিপন-রবিঠাকুর কি তোমার পশ্চাদদেশ দিয়া তাহার ঠাকুরখানা প্রবেশ করাইতে চাহিয়াছে…………….
Mostafa Morucharee
আমার রবীন দাদুর গান । অনেক ভালবাসি ।।.
Kamal Siddique
আমার প্রিয় গান.
Razz
আপনি কি করে জানলেন ভাই