বড় আশা করে এসেছি গো
কাছে ডেকে লও
ফিরাইও না জননী।
দিনহীনে কেহ চাহে না
তুমি তারে রাখিবে জানি গো।
আর আমি যে কিছু চাহিনে
চরণও তলে বসে থাকিব,
আর আমি যে কিছু চাহিনে
জননী বলে শুধু ডাকিব ।
তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়
কেঁদে কেঁদে কোথা বেড়াব
ঐ যে হেরী
তমশ ঘন ঘরা
গহন রজনী ।
পূর্ববর্তী:
« ব্যাকুল বকুলের ফুলে ভ্রমর মরে পথ ভুলে
« ব্যাকুল বকুলের ফুলে ভ্রমর মরে পথ ভুলে
পরবর্তী:
বড়ো থাকি কাছাকাছি »
বড়ো থাকি কাছাকাছি »
kapil mukherjee
expect is the cause of journey from body&blood to skull.Mather is the ship of whole dark-ocan help us for known the reality of the earth.
(Samik)
সব
খুব ভাল…
সব
সব
Abhijit Basu
খুব ভাল
Kashinath Parai
darun
Shams Shawon
excellent…………….