আমাদের জাতীয় ঐতিহ্য ও অহংকারের প্রতীক অমর একুশে গ্রন্থমেলা। গত ১ ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমী প্রাঙ্গণে শুরু হওয়া বইমেলা চলবে মাসব্যাপী। বইমেলাকে কেন্দ্র করে লেখক-প্রকাশক-পাঠকদের উৎসাহ-উদ্দীপনার শেষ নেই। বইমেলায় সবাই ঘুরছে। অবশ্য এই ঘোরাঘুরি কেবল বইকে ঘিরে। সৈয়দ মুজতবা আলী বলেছেন, ‘রুটি-মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবেণ্ড কিন্তু বই অনন্ত যৌবনা।’ সেই অনন্ত যৌবনা বইকে নিয়ে ফেব্রুয়ারি মাসে যেন নতুন করে বাংলাদেশ জেগে ওঠে। বইমেলায় আগতদের পদচারণায় প্রাণ ফিরে পায় বাংলা একাডেমী প্রাঙ্গণ। বইমেলা যেন বাঙ্গালীর প্রাণের মেলা। বাঙ্গালীর জাতীয় সংস্কৃতি ও উৎসবের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। বইমুখী হলে আমাদের জাতীয় উন্নতি-অগ্রগতি সম্ভব। জ্ঞানের ধারক ও বাহক অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত এবং প্রকাশিতব্য নতুন বই নিয়ে আজকের আয়োজন।
ফ কবিতা: যাবার আগেণ্ড আবুল হোসেন, প্রথমা/তোমার রক্তে তোমার গন্ধেণ্ড আল মাহমুদ, প্রথমা/প্রেমের কবিতা, তোমার জন্যেণ্ড শহীদ কাদরী, অবসর/হাওরের হাহাকারণ্ড আবু বকর সিদ্দিক, কথা প্রকাশ/দো-মাটির মুখণ্ড মোহাম্মদ রফিক, শুদ্ধস্বর/পাথরের পুঁথিণ্ড দাউদ হায়দার, অনন্যা/প্রকৃতি ও প্রেমের কবিতাণ্ড রফিক আজাদ, রোদেলা/প্রেমের কবিতা সমগ্রণ্ড মহাদেব সাহা, অনন্যা/শ্রেষ্ঠ কবিতাণ্ড ফরহাদ মজহার, আগামী/ঝাউদরিয়ার ডানাণ্ড মুহম্মদ নূরুল হুদা, এ্যাডর্ন/জলের নিচে জলছায়াণ্ড শাহাবুদ্দীন নাগরী, অন্য প্রকাশ/আমার সমুদ্রপাঠণ্ড আসাদ মান্নান, সাহিত্য বিকাশ/পিলখানা ও অনন্য পঙক্তিমালাণ্ড মারুফ রায়হান, এ্যাডর্ন/দোনামোনাণ্ড জাফর আহমদ রাশেদ, সংবেদ/ধুলোমাটিণ্ড আসক্তির বীজ-হাসান হাফিজ, অনন্যা/প্রকাশ্যে গোপন বলার দিনণ্ড কবির হুমায়ূন, ভাষাচিত্র/কুমিরওয়ালাণ্ড চন্দন চৌধুরী, বলাকা/ভাতের ভূগোলণ্ড জুয়েল মোস্তাফিজ, ঐতিহ্য/রোদ পাখি ও বৃক্ষের ক্রন্দনণ্ড আদিত্য অন্তর, ইত্যাদি/তোমার ছোঁয়ায় ভেঙেছিল বুদ্ধের ধ্যানণ্ড শাকিল মাহমুদ, একুশে বাংলা/রোদের মেয়ে বৃষ্টি বোঝে নাণ্ড মঈন মুরসালিন, প্রতিভা প্রকাশ/আল মাহমুদের ১০০ প্রেমের কবিতা, মুক্তদেশ প্রকাশন/সুহৃদ তোমার জন্যণ্ড সুহৃদ সরকার, সিঁড়ি/১০০ প্রেমের কবিতাণ্ড বিপাশা মন্ডল, বিভাস।
ফ উপন্যাস: উপন্যাস সমগ্র-আল মাহমুদ, অনন্যা/তিনটি উপন্যাসিকাণ্ড হাসান আজিজুল হক, ইত্যাদি/মাতাল হাওয়াণ্ড হুমায়ূন আহমেদ, অন্য প্রকাশ/ডিজিটাল হিমুণ্ড হুমায়ুন আহমেদ, অন্য প্রকাশ/একাত্তরের হৃদয়ভস্মণ্ড আবুবকর সিদ্দিক, ইত্যাদি/পানেছার বানুর নকশীকাঁথাণ্ড হাসনাত আবদুল হাই, অন্য প্রকাশ/মধুমতীণ্ড রাবেয়া খাতুন, অনন্যা/আজগুবি রাতণ্ড সৈয়দ মনজুরুল ইসলাম, অন্য প্রকাশ/ভূমি ও কুসুমণ্ড সেলিনা হোসেন, ইত্যাদি/শ্রাবণ সন্ধ্যাটুকুণ্ড ইমদাদুল হক মিলন, অন্য প্রকাশ/আয়না কেমন আছে-ইমদাদুল হক মিলন, অন্যপ্রকাশ/বন্ধু-বান্ধবণ্ড ইমদাদুল হক মিলন, অনন্যা/চাইণ্ড ইমদাদুল হক মিলন, অনন্যা/সেই সাপ জ্যান্তণ্ড নাসরীন জাহান/শীতলক্ষ্যাণ্ড হরিপদ দত্ত, ইত্যাদি/হরিলক্ষীণ্ড মুস্তফা জামান আব্বাসী, মুক্তদেশ/পাতাবাঁশি ও ওরা পাঁচজনণ্ড সালেহা চৌধুরী, অন্যপ্রকাশ/বারোটা বাজার আগেণ্ড আনিসুল হক, অনন্যা/একটুকু ছোয়া লাগেণ্ড জামাল রেজা, অনন্যা/২৭ এপ্রিল রাত বারোটাণ্ড সুমন্ত আসলাম, অন্যপ্রকাশ/দূরে সবুজ বনভূমিণ্ড ধ্রুব এষ, ইত্যাদি/কিচ্ছাদারণ্ড সাইমন জাকারিয়া, এ্যাডার্ন/গোপনীয়তার মালিকানাণ্ড হামীম কামরুল হক, ভাষাচিত্র/কানুষণ্ড এনামুল করিম নির্ঝর, ঐতিহ্য/সিতা পাহাড়ে আগুন ও পবিত্র নারীরাণ্ড রিজিয়া রহমান, ঐতিহ্য/ আদম হাওয়া বন্দুকণ্ড হামিদ কায়সার, পাঠসমুদ্র।
ফ ছোট গল্প: অগ্রন্থিত গল্প-মাহমুদুল হক, সাহিত্য প্রকাশ/হারকিউলিসের ভাঙনণ্ড রিজিয়া রহমান, ঐতিহ্য/মুক্তিযুদ্ধের গল্পণ্ড সেলিনা হোসেন, ইত্যাদি/নায়ক আসেনিণ্ড ইমদাদুল হক মিলন, অনন্যা/নির্বাচিত প্রেমের গল্পণ্ড ইমদাদুল হক মিলন, অনন্যা/ছেলেটি যে মেয়ে মেয়েটি তা জানতো নাণ্ড নাসরীন জাহান, অন্য প্রকাশ/বাদুড় ও ব্রান্ডিণ্ড শাহনাজ মুন্নী, এ্যাডর্ন/শ্রেষ্ঠ গল্পণ্ড ঝর্ণা দাশ পুরকায়স্থ, ইত্যাদি/গল্প সমগ্রণ্ড নাজিব ওয়াদুদ, পরিলেখ/বুনোফুলের মালাণ্ড সেলিনা হোসেন, সাহিত্য বিলাস/চৈতন্যের চাষকথাণ্ড ফকির ইলিয়াস, ভাষাচিত্র/উপনামের উৎসবণ্ড মাদল হাসান, ভাষাচিত্র/মুক্তিযুদ্ধের গল্পণ্ড সম্পাদনাঃ আনিসুজ্জামান, অন্যপ্রকাশ/চেনা বন্ধু অচেনা পথণ্ড মোহিত কামাল, বিদ্যা প্রকাশ/মুক্তিযুদ্ধ ও দেশকালের গল্পণ্ড মঞ্জু সরকার, লেখালেখি।
ফ প্রবন্ধ: যে ভাষা ছড়িয়ে গেছে সবখানেণ্ড মুহাম্মদ হাবিবুর রহমান, এ্যার্ডন/রবীন্দ্র ভাবনাণ্ড মুহাম্মদ হাবিবুর রহমান, অনুপম/রবীন্দ্রনাথের চীন সফর ও অন্যান্যণ্ড মুহাম্মদ হাবিবুর রহমান, অনুপম/বাংলাদেশ ও সেনাবাহিনীণ্ড আবদুল গাফফার চৌধুরী, কথা প্রকাশ/সাহিত্যের স্বদেশ বিদেশণ্ড জিল্লুর রহমান সিদ্দিকী, অনন্যা/প্রণীত জীবনণ্ড সৈয়দ শামসুল হক ইত্যাদি/পুরনো বাংলা গদ্যণ্ড ড. আনিসুজ্জামান, অনুপম/নিরুদ্দেশ হাওয়ায় হাওয়ায়ণ্ড বেলাল চৌধুরী, ইত্যাদি/অবন্ধ প্রবন্ধ যতোণ্ড নির্মলেন্দু গুণ, শ্রাবণ/বৃত্তাবদ্ধ রবীন্দ্রনাথণ্ড ড. সফিউদ্দিন আহমদ, বিভাস/তিমির জন্য লজিক বিদ্যাণ্ড ফরহাদ মজহার, আগামী/বিশ্বসাহিত্যের নয় রত্নণ্ড কবীর চৌধুরী, কথা প্রকাশ/আমার নজরুল, আমার রবীন্দ্রনাথণ্ড কবীর চৌধুরী, মাওলা/ভাষা আন্দোলনের কথাণ্ড আহমদ রফিক, মাওলা/সংগঠন ও বাঙালীণ্ড আব্দুল্লাহ আবু সায়ীদ, মাওলা/যুদ্ধাপরাধীর বিচার: পক্ষ ও বিপক্ষণ্ড শাহরিয়ার কবির, অনন্যা/দুঃসময়ের দিনগুলিণ্ড মুনতাসীর মামুন, মাওলা/শিল্পের শক্তি, শিল্পের দায়ণ্ড আহমাদ মোস্তফা কামাল, এ্যার্ডন/রবীন্দ্রনাথের নাট্যচিন্তাণ্ড সাইমন জাকারিয়া, এ্যার্ডন/সঙ্গীত কণ্ঠণ্ড ডা. আহসান হাবীব; এ্যার্ডন/হাসিনা শাসনের এক বছরণ্ড সিরাজুর রহমান, ঐতিহ্য। আমাদের কুড়িয়ে পাওয়া শাক-সম্পাদনা: ফরিদা আক্তার, ঐতিহ্য/নির্বাচিত প্রবন্ধ ও অভিভাষণ-মূল: হোর্হে লুইস বোর্হেস-সম্পাদনা: রাজু আলাউদ্দিন, ঐতিহ্য/মাহমুদ দারবীশ: পাঠ ও বিবেচনা-শরীফ আতিক-উজ জামান, সংবেদ/আমার রোকেয়া-বেবী মওদুদ, মাওলা/তাজউদ্দিন আহমদ-এর অর্থনৈতিক পরিকল্পনা-কামাল হোসেন, মাওলা/বঙ্গবন্ধুর অপ্রকাশিত চিঠিপত্র-সম্পাদনা: ড. সুনীল দে, অঙ্কুর/সংস্কৃতিসমগ্র-ফজলুল আলম, অনন্যা/শহীদ কাদরী বাড়ী নেই-আন্দনান সৈয়দ, অনন্যা/চর্যাচর্য পরিচয়-গোলাম মুস্তাফা, অনুপম/রিলকে: নৈঃশব্দে ও নিঃসঙ্গতায়-জাহানারা পারভীন, সময়/ঢাকা, আমার ঢাকা-সাঈদ আহমেদ, সাহিত্য প্রকাশ/ওস্তাদ আলাউদ্দিন খানের পত্রাবলী-মোবারক হোসেন খান, সাহিত্য প্রকাশ/বাংলাদেশের আরেক নাম বঙ্গবন্ধু শেখ মুজিব-আতিউর রহমান, সাহিত্য প্রকাশ/আমার কুমার-হাবীবুল্লাহ সিরাজী, সাহিত্য প্রকাশ/আমাদের উদ্যান ও পার্ক-মোকারম হোসেন, সাহিত্য প্রকাশ/বাংলাদেশের অভ্যুদয়-বদরুদ্দীন ওমর, শ্রাবণ/ব্যবসা সাংবাদিকতা-সম্পাদনা: অজয় দাশগুপ্ত ও রুবাইয়াত ফেরদৌস, শ্রাবণ/গণমাধ্যম ও বাংলাদেশের সুশীল সমাজ-সম্পাদনা: মোস্তফা আহমেদ, শ্রাবণ/মহাকালে মহানায়ক-আবীর আহাদ, জনতা প্রকাশ। মহর্ষি লালন সাঁই-পদ্মনাভ অধিকারী, বিভাস/ভ্রমণ নয় এতো শুধু তোমারী কাছে যাওয়া-আসাদ চৌধুরী, শুদ্ধস্বর/প্রবন্ধ সমগ্র-৫-সিরাজুল ইসলাম চৌধুরী, বিদ্যা প্রকাশ/বঙ্গ থেকে বাংলাদেশ-ড. সিরাজুর রহমান খান।
ফ শিশু ও কিশোর সাহিত্য: ছড়ার বই-শামসুর রহমান, অন্য প্রকাশ/ভূত সমগ্র-মুহম্মদ জাফর ইকবাল, অনুপম/তোমার পতাকা যারে দাও-রহীম শাহ, অনুপম/সমগ্র কিশোর গল্প-ইমদাদুল হক মিলন, অনন্যা/লাল সবুজের সুর-ফরিদুর রেজা সাগর, অনন্যা/এক লাফে টেকনাফে-ফরিদুর রেজা সাগর, অনন্যা/এই গল্পটি হাসির-আনিসুল হক, অনন্যা/আরেক নীশিতাণ্ডধ্রুব এষ, অনন্যা/টিফিন পিরিয়ড-মোস্তফা মামুন, অনন্যা/কিশোরবেলার ঘ্রাণ-সারওয়ার-উল-ইসলাম, অনন্যা/ক্ষুদে গোয়েন্দা-দন্তস্য রওশন, অনন্যা/ভূতলেজিণ্ড শওকত হোসেন, অনন্যা/তিতুমীর থেকে বঙ্গবন্ধু-ফারুক নওয়াজ, মুক্তদেশ। ছড়া সমগ্র-ফারুক নওয়াজ, শিখা/যে ভূতটা বই পড়তে এসেছিল-মিজানুর রহমান মিথুন, শিখা/গল্প সমগ্র-ফরিদুর রেজা সাগর-শিখা/সাতটি সাত রকমের গল্প-আমীরুল ইসলাম, শিখা/দুই গোয়েন্দা এক রহস্য-আহমেদ রিয়াজ-শিখা/এক কিশোরের আত্মকথন-শাদমান মাহতাব কিবরিয়া, প্রতিভা/ডিজিটাল ভূত-আহমেদ রিয়াজ, শিখা/শেয়াল যখন সভাপতি-প্রদীপ ব্যানার্জী, প্রতিভা/অপরূপ রূপকথার দেশে-জাবেদ ইমন সম্পাদিত-মুক্তদেশ/রং তুলির গল্প-হাসেম খান, সাহিত্য বিলাস। ছড়াসব করে রব-লুৎফর রহমান রিটন, অনন্যা/চাঁদ উঠবে ফুল ফুটবে ছড়া থাকবে-আমীরুল ইসলাম-অনন্যা/মজার ছড়া-শাহাবুদ্দীন নাগরী, শ্রাবণ/শিশু-কিশোর রচনা সমগ্র-হায়াৎ মামুদ, অবসর/ফিং মিঠু-মোস্তফা মামুন, সময়/ফ্রেন্ডস ক্লাব-মোস্তফা মামুন, বিদ্যা প্রকাশ/ছড়ায় ছড়ায় মাছ চিনি-সৈয়দা রাশিদা বারী, রয়েল পাবলিশার্স/ফল চিনে ছবি আঁকি-সৈয়দা রাশিদা বারী-রয়েল/মোরগ ও তার বন্ধুরা-আশিক মুস্তফা, সিদ্দিকীয়া।
গ্রন্থনা: আবিদ আজম, অশ্রু
সূত্র: দৈনিক ইত্তেফাক, ফেব্রুয়ারী ০৫, ২০১০
Leave a Reply