[কবি ফজল শাহাবুদ্দীন, ৭৪ জন্মদিনে শুভেচ্ছা]
বর্ণিল টেবিল জুড়ে আপনার যে রৌদ্রের খেলা
তার সাথে অবিনাশী শব্দ আর অভিমানী দিন
এঁকে গেছে মুগ্ধতায় চিরচেনা কবিতার ঋণ
রমণীয় রূপরসে আলোময় ধ্যান মগ্ন বেলা
প্রাচীন পাখির মতো শ্রাবণের প্রথম আকাশ
দেখি আমি মন্ত্রমুগ্ধ সুনিপুণ সুন্দরের রাতে
অদ্ভুত রমণী যেন নাচিতেছে নিশুতির সাথে
খেলিছে জলের খেলা দুই তীরে নদী নারী ঘাস।
অতৃপ্ত তরঙ্গে জাগে সীমাহীন অন্ধ কলরব
সান্নিধ্যের কোলাহলে জাগরূক ছায়া অনুরাগ
দ্বিধাহীন স্রোতজলে একাকার দেহের ভূ-ভাগ
আলোহীন আঁধারেতে ভেসে যায় চন্দ্রিমার শব
আপনার ধ্বনি সেতো তারুণ্যের নিপুণ স্বভাব
তমসার বিপরীতে আলোময় গতির প্রভাব।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ফেব্রুয়ারী ০৫, ২০১০
Leave a Reply