আমার আত্মার আছে আন্দোলিত অসংখ্য শরীর
শরীরে শরীরে শুধু উন্মাথিত আত্মার ক্রন্দন
দেহজ আত্মায় শুনি ধ্বনি সেই প্রাচীন বৃষ্টির
রক্তের চৈতন্যে নামে ধ্যানমগ্ন ক্ষুধার্ত স্পন্দন
রক্তের শরীর আছে, আছে ক্লান্ত দৃষ্টির শরীর
প্রেমের শরীর আছে, আছে মুগ্ধ স্পর্শের শরীর
রমণে শরীর এক দীপ্ত হয় ঈশ্বরের হাতে
মগ্নতা শরীর হয়ে ব্যপ্ত হয় সন্ধ্যা ও প্রভাতে।
বাসনা শরীর হলো লণ্ডভণ্ড দিকচিহ্নহীন
ধ্বনি থেকে ধ্বনি ওঠে ধ্বনিময় আমার আত্মার
কামজ শরীর থেকে প্লাবিত সে আত্মার গহীন
শব্দের শরীর জুড়ে সঙ্গীতের একান্ত শৃঙ্গার
দেহজ চৈতন্যে নামে ধ্যানমগ্ন প্রকৃতি প্রাচীন
বাসনা শরীর হয় লণ্ডভণ্ড দিকচিহ্নহীন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ফেব্রুয়ারী ০৫, ২০১০
Leave a Reply