উপচে পড়ছে স্মৃতিমধু
ভান্ডে তারা বন্দি থাকতে
রাজি নয়
পাখার প্রার্থনাসহ
ঈশ্বরের কাছে ওরা
নতজানু শর্তহীন
স্মৃতিরা কী মাছি?
কিংবা আর্দ্র ফুলরেণু
পাপড়ি ঝরে
সুগন্থিপ্রপাত হয়ে
তার মধ্যে গরলও রয়েছে কিছু
জীবনের পিছু নিয়ে
কিছুটা সে সার্থকও হয়েছে
স্বপ্নদোলা শৈশবের
স্মৃতি ঘুড়ি জীবন আকাশে ওড়ে
উড়তে উড়তে
কোথায় হারিয়ে যায়
দিক থেকে দিগন্তরে
মানুষ জানে নাঃ
সূত্র: দৈনিক ইত্তেফাক, জানুয়ারী ০১, ২০১০
Leave a Reply