ও মন কখন শুরু, কখন যে শেষ, কে জানে?
এ যে বাজিকরের খেলারে মন যার খেলা হয় সে জানে।।
ও মন তারই হাতের একতারা যে আমি
ওরে সে বাজালে বাজি আবার সে থামালে থামি
বুঝিনা এ কোন ক্ষ্যাপামি
ও সে জগৎ মেলায় পুতুল নাচায় কে বোঝে বল সেই মানে।।
আমার দয়াল বন্ধু আছেতো সেইজনা
যার দয়াতে হয় সকল ব্যথা আনন্দেরই সোনা
হয় সে সুধারসের কণা
আমি তার ঠিকানাি খুঁজে বেড়াই এপার ওপার সবখানে।।
গীতিকার- শৈলেন রায়
সুরকার- রবীন চট্টোপাধ্যায়
গেয়েছেন- সন্ধ্যা মুখোপাধ্যায় ও শ্যামল মিত্র
মুভি- কমললতা
পূর্ববর্তী:
« ও বাঁশীতে ডাকে কে শুনেছি যে আজ
« ও বাঁশীতে ডাকে কে শুনেছি যে আজ
পরবর্তী:
ও ময়না কথা কও, কেন চুপটি করে রও »
ও ময়না কথা কও, কেন চুপটি করে রও »
sanjoy acharjya
এই গানের গীতিকার প্রণব রায়।
admin_egb
ঠিক বলেছেন। কমললতা মুভির গানগুলো প্রণব রায়ের লেখা। ধন্যবাদ, ঠিক করে দেয়া হলো।