মোর গান গুণগুণ ভ্রমরের মিঠে বোল
ঝুলনার ফুলশাখে আমি খেলি ফুলদো।।
আমি শুধু ভেসে চলি, সুরে সুরে কথা বলি
দুলে দুলে ভুলে তুলি বাতাসের হিন্দোল।।
কোকিলেরা বলে মোরে, কোথা পেলে প্রাণ গো
এ গান শেখাও যদি, দিতে পারি প্রাণ গো
খেয়ালের হাওয়া আমি, কভু নামি কভু থামি
আমি যে খুশীর ঢেউ, অকারণে উতরোল।।
গীতিকার- শৈলেন রায়
সুরকার- রাইচাঁদ বড়াল
গেয়েছেন- সন্ধ্যা মুখোপাধ্যায়
অ্যালবাম- অঞ্জনগড়
পূর্ববর্তী:
« মেঘপিয়নের ব্যাগের ভেতর
« মেঘপিয়নের ব্যাগের ভেতর
পরবর্তী:
মোর ভীরু সে কৃষ্ণকলি »
মোর ভীরু সে কৃষ্ণকলি »
Munkashir hossen
khub pochonder akta gan.