ঘন ডম্বরু বাজে তালে তালে এলো বরষা,
নীল অম্বর ঘিরি মেঘ মনে দিল ভরসা ||
বাজে মৃদঙ্গ বাজে করতাল
নাচে নটরাজ ওড়ে জটাজাল,
গুরুগম্ভীর গান, ধরাতল হলো সরসা ||
কথা-শৈলেন রায়
সুর ও শিল্পী- কৃষ্ণচন্দ্র দে
পূর্ববর্তী:
« ঘন অম্বরে মেঘ সমুদ্র দোলে রহি রহি
« ঘন অম্বরে মেঘ সমুদ্র দোলে রহি রহি
পরবর্তী:
ঘাটে লাগাইয়া ডিঙ্গা »
ঘাটে লাগাইয়া ডিঙ্গা »
Leave a Reply