ঘন অম্বরে মেঘ সমুদ্র দোলে রহি রহি,
সঘন গগনে কাঁদে কে বিরহী ||
অর্জুন অরন্যে ছায়া ঘিরে
মত্ত অধীর পুরবৈয়োঁ ফিরে,
ঝঞ্ঝার নিস্বন ঝনন ঝননন চলে বহি ||
নটরাজ নাচে, ওড়ে মেঘজটা
দ্রিমি দ্রিমি ডম্বরু গম্ভীর বাজে—
সতীহারা শংকরে দে সতী দে
অন্তরে মন্থর বিরহ বিরাজে |
\’সতীরে পিরায়ে দে ধূর্জটিরেï\’ বেদনা বিদ্যুৎ আকাশ চিরে
অশ্রুর উচ্ছল কলকল কল্লোলিনী সে গেল কহি ||
কথা – শৈলেন রায়
সুর ও শিল্পী–কৃষ্ণচন্দ্র দে
পূর্ববর্তী:
« গানে তোমায় আজ ভোলাবো
« গানে তোমায় আজ ভোলাবো
পরবর্তী:
ঘন ডম্বরু বাজে তালে তালে এলো বরষা »
ঘন ডম্বরু বাজে তালে তালে এলো বরষা »
Leave a Reply