কথা ছিল আজ রাতে
আমার বিজন কুসুম ভবনে দেখা হবে তার সাথে ||
আমি বসিয়া গোধূলি লগনে
তাহারই নয়নে রচিতে মাধুরী গাঁথিব তাহারই স্বপনে,
মালাখানি তার গাঁথিনু সোহাগে নিরজনে নিজহাতে ||
তখনো গহন রাত্রি,
শান্ত কূজন পথ নির্জন, ঘরে ফিরে গেছে যাত্রী |
আমি তাহারই স্বপনরথে
চলিনু পুলকে মধু অভিসারে ধূলায় ধূসর পথে—–
এলো না তো হার, স্মৃতিতে শুকায় যে ফুল ফুটিল প্রাতে ||
কথা-শৈলেন রায়
সুর ও শিল্পী- কৃষ্ণচন্দ্র দে
পূর্ববর্তী:
« কতদূরে আর নিয়ে যাবে বল কোথায় পথের প্রান্ত
« কতদূরে আর নিয়ে যাবে বল কোথায় পথের প্রান্ত
পরবর্তী:
কথা দাও আবার আসবে »
কথা দাও আবার আসবে »
Leave a Reply