পিয়াসী ভাঙিলে যে মোর ঘুমঘোর,
তোমার নয়নে দেখি আমার এ প্রথম ভোর ||
তব নবারুণরাগে আঁখি মম
জাগাতে এলে যে প্রিয়তম,
মম নয়নে নয়ন রাখি ভরিলে হৃদয় মোর ||
তোমারে দিলাম আজি প্রাতে
ওগো মোর প্রেমের গরবী,
নিশীথে স্বপনে রাঙা প্রভাতের অরুণ করবী |
মোর জনম মরণ একই সাথে
দিনু গাঁথি বরণমালাতে,
তোমার চরণ ঘিরে রচিনু এ ফুলডোর ||
কথা- শৈলেন রায়
সুর – উমাপতি শীল
শিল্পী- কানন দেবী
পূর্ববর্তী:
« পিয়াল শাখার ফাঁকে ওঠে একফালি চাঁদ বাঁকা ওই
« পিয়াল শাখার ফাঁকে ওঠে একফালি চাঁদ বাঁকা ওই
পরবর্তী:
পূর্ণিমা চাঁদ »
পূর্ণিমা চাঁদ »
Leave a Reply