ভক্তির জাঙ্গি হাতে নিয়া পাখি ধরতে যাই
পাখির দলে গভীর জলে খেলছে প্রেমের লাই ॥
ত্রিবেণীর উজান বাঁকে, নাভিপদ্মের চতুর্দিকে
শব্দ উঠে থেকে থেকে, নামটি তাহার আলেক সাই ॥
দেখরে আজব তামাসা, হওয়ার উপর বানছে বাসা।
জলের সনে মিলা মিশা ঘরবাড়ি তার কিছুই নাই ॥
তরঙ্গে তার আনাগোনা, এক জাগাতে নাই ঠিকানা।
ধরবে যদি অধরারে নিয়া দেও নামের মিঠাই ॥
রশিদ উদ্দির গবেষণা কেমন সুন্দর পাখির ছানা।
ধরতে গেলে ধরা দেয় না অযথা পিছে দৌড়াই ॥
পূর্ববর্তী:
« ভক্তি সিন্ধু নীরে এবার গৌর বলে সাঁতার দিয়াছি
« ভক্তি সিন্ধু নীরে এবার গৌর বলে সাঁতার দিয়াছি
পরবর্তী:
ভজ ও মন প্ৰভু শ্ৰীকৃষ্ণচৈতন্য »
ভজ ও মন প্ৰভু শ্ৰীকৃষ্ণচৈতন্য »
Leave a Reply