বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের রূপকার এবং স্থপতি। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে তাঁর জন্ম। পরাধীনতার শৃঙ্খল পরে জন্ম নেয়া মানুষটি কিশোর বয়েসেই বুঝেছিলেন স্বাধীনতার মর্ম কী। তাইতো মাধ্যমিক স্কুলে পড়ালেখা কালিন সময়েই তাঁকে দেখা যায় সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলতে। তাঁর রাজনৈতিক উত্থান এবং বিকাশ ঘটেছে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং পাকিচ্চান রাষ্ট্র ব্যাবস্থায় পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ের আন্দোলন ও নেতৃত্ব দানের মাধ্যমে। মূলত বঙ্গবন্ধুর জীবনের পুরটাই কেটেছে আন্দোলন-সংগ্রাম করে। শেখ মজিব কেবল কোনো ব্যাক্তি নন তিনি এক মহাকাব্য। তাঁর জীবন ও দর্শন দু চার ঘণ্টার বক্তব্য নয়। তাঁকে জানতে বুঝতে প্রচুর পড়াশোনার কোনো বিকল্প নেই। তাছাড়া আমাদের শিক্ষা ব্যবস্থায় সে রকম কোনো সুযোগও নেই। বরং ১৯৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশের ইতিহাস থেকে তাঁকে মুছে ফেলার কিংবা তাঁকে বিকৃতভাবে উপস্থাপন করার নানা অপকৌশল লক্ষ করা যায়। বস্তুত নানা কারণেই বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে যর্থাথভাতে তুলে ধরা যায় নি। তাই এখনই সময় এবং প্রয়োজন নতুন প্রজন্মের কাছে দেশ ও জাতির কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরার। সময় এসেছে আমাদের জাতীয় ইতিহাস, রাজনীতি, নেতৃত্ব, রাষ্ট্রীয় নানা উত্থান-পতন নিয়ে সত্যের মুখোমুখি হওয়ার, যথার্থ উত্তর খোঁজার, প্রাপ্তি ও ব্যর্থতার নির্মোহ মূল্যায়ন করার, ইতিহাস থেকে শিক্ষা নেয়ার, জাতির সঠিক ইতিহাসকে জাতির সামনে তুলে ধরার, অন্ধকার আর অন্ধত্বকে চির তরে ঘুঁচিয়ে ফেলার।
বঙ্গবন্ধুকে নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে এবং হচ্ছে। গ্রন্থিতও হয়েছে অনেক। তবে মৌলিক গবেষণা এখনও খুব একটা হয়েছে বলে মনে হয় না। এবার সেই মহৎ কাজটি অনেকটাই সম্পন্ন করেছেন ড. মমতাজউদ্দীন পাটোয়ারী এবং জি এম তারিকুল ইসলাম। এ দুই বিজ্ঞ জনের সম্পাদনায় প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান বহুমাত্রিক মূল্যায়ন। গ্রন্থটি যদিও তাদের মৌলিক রচনা নয় তথাপি এ অর্থে গ্রন্থটি মৌলিকতার দাবিদার যে, বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানকে নিয়ে সামম্প্রতিক বছরগুলিতে যতো লেখালেখি হয়েছে সে সব লেখা থেকে বস্তুনিষ্ঠ লেখাগুলো নিয়ে এ সংকলনটি বেরিয়েছে। এছাড়াও বঙ্গবন্ধুর ৭ জুন ১৯৭২ সালে সোহ্রাওয়ার্দি উদ্যানে প্রদত্ত ভাষণ সহ মাননীয় শেখ হাসিনার স্মৃতি চারণ মূলক একটি নিবন্ধও এ গ্রন্থে মুদ্রিত হয়েছে। এ গ্রন্থে আরও মুদ্রিত হয়েছে বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে মার্কিন মহলবিশেষের যুক্ত থাকার কিছু দুর্লভ দলিল।
এ গ্রন্থে সর্বমোট ১৬৫টি রচনা সংকলিত হয়েছে।
গ্রন্থের শেষে যুক্ত হয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ছবি, কবি নজরুল, কবি জসীমউদ্দীন, মহান বিপ্লবী নেতা মাও সেতুং, মহান বিপ্লবী নেতা ফিদেল কেস্ট্রো, ইন্দিরা গান্ধী, ভাসানী, শের-ই-বাংলা সহ জীবনের বিশেষ মুহূর্তের বহু ছবি। বাদ যায় নি বুলেটবিদ্ধ অবস্থা সিঁড়ির কোঠায় বঙ্গবন্ধুর শেষ ছবিটিও।
বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান বহুমাত্রিক মূল্যায়ন গ্রন্থখানি যে কোনো পাঠককে আমাদের ইতিহাসকে জানতে বুঝতে যর্থাথই সহায়তা করবে।
ফ সফিক রহমান
বহুমাত্রিক মূল্যায়ন
প্রকাশক: অনিন্দ্য প্রকাশ
প্রচ্ছদ: ধ্রুব এষ, পৃষ্ঠা: ৭৯৮
মূল্য: ৭৫০টাকা
সূত্র: দৈনিক ইত্তেফাক, জানুয়ারী ০১, ২০১০
Leave a Reply