এই বিশ্ব মাঝে যেখানে যা সাজে
তাই দিয়া প্রভু রেখেছেন সাজাইয়া ।
যেখানে যা সাজে তাই দিয়া ॥
নিচে বসুন্ধরা উপরে আকাশ, মাঝে শূন্যময় করেছে বিকাশ
ধীরে সমীরে বহিয়া বাতাস, কণা কণা ধূলি যায় উড়াইয়া ॥
প্রেমের কত ছবি তার তারকা গগনে, মুণির মনলোভা নন্দন কাননে
কত আঁধার রাতে, জ্যোৎস্না দানে, অন্ধজনে দেয় পথ দেখাইয়া ॥
ক্ষমা নাই তার দিবা ও শর্বরী, সকল সময় করে যে প্রেম ছড়াছড়ি
কত রসের নাগরি পরান পিয়ারী, রহিল তার প্রেমে মজিয়া ॥
স্থাবর সঙ্গম বিটপী লতায়, অনল অনিলে তার গান শুনা যায়
সে যে প্রেমের মহাজন, রসিক সুজন, যাওনারে তার গান শুনিয়া ॥
সলিলে হিল্লোলে পাষাণের মাঝে, আলোকে তিমিরে বহু রঙে সাঝে,
তোরা প্রেমের অনুরাগে বসে থাক যুগে, কক্ষ দ্বারে দেখবে চাহিয়া
রশিদ উদ্দিন বলে সে যে বিহঙ্গের গায়,
কুয়াশার সনে থাকে হিমানী গুহায়
কত মেঘমালায় মলয় হাওয়ায়, রয়েছে বিশ্ব ব্যাপিয়া ॥
পূর্ববর্তী:
« এই তো মহাজনের মত
« এই তো মহাজনের মত
Leave a Reply