যে দুঃখ অন্তরে গো সখি কওনও না যায়
আর কতকাল গাঁথব মালা প্রাণবন্ধুর আশায় গো
সখি কওনও না যায় ॥
আমার কুঞ্জে আসবে বলে গো আমি আছি তার আশায়
পুষ্পচন্দন ছিটাই কত ফুলের বিছানায় গো ॥
আসবে বলে আশা দিয়া গো বন্ধে আমারে কাদায়
না জানি কার কুঞ্জে থেকে কার আশা পুরায় গো ॥
দারুণ বসন্তকালে গো আমি মরি প্রেমজ্বালায়
কোকিলার কুহু রবে পোড়া প্রাণ পুড়ায় গো ॥
বাউল আবদুল করিম বলে গো আমি হইলাম নিরুপায়
দেশান্তরী করবে মোরে প্রাণের বন্ধুয়ায় গো ॥
পূর্ববর্তী:
« যে গুণে তুষিব শ্যামের মন আর আমার সে গুণ নাই
« যে গুণে তুষিব শ্যামের মন আর আমার সে গুণ নাই
পরবর্তী:
যে দুঃখ মোর মনে বন্ধে তাহা জানে »
যে দুঃখ মোর মনে বন্ধে তাহা জানে »
Leave a Reply