সোনা বন্ধুয়া ও, অপরাধী হলেই আমি যাব কার ধারে
তুমি জানো আমার বেদন আর বলিব কারে ॥
বন্ধু ও, অপরাধী আছি আমি দয়ার সাগর তুমি
অন্তর্যামী জানো তো অন্তরে বন্ধু রে
ক্ষমা করে অপরাধ পূর্ণ কর মনোসাধ
কুল নিয়া ঘটাইলে প্রমাদ সদায় আঁখি ঝরে ॥
বন্ধু ও, মিছা ভবে মিছা মায়ায় ভুলিয়া রয়েছি তোমায়
নিরুপায় হলেম একেবারে বন্ধু রে
পতিতপাবন নামটি তোমার পাতকীরে কর উদ্ধার
ভরসা করেছি এবার তোমারই দরবারে ॥
বন্ধু ও, তব পদে আশ্রয় নিয়া আমার আমার ছেড়ে দিয়া
তোমার হইয়া থাকব সুখের ঘরে বন্ধু রে
পাগল আবদুল করিম বলে চাই না স্বর্গ তোমায় পাইলে
কর্মফলে আছি অন্ধকারে ॥
পূর্ববর্তী:
« সোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি
« সোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি
পরবর্তী:
সোনা বন্ধুয়া রে এতো দুঃখ দিলে তুই আমারে »
সোনা বন্ধুয়া রে এতো দুঃখ দিলে তুই আমারে »
Leave a Reply