জীবন
মনের কথা মনে থেকে যায়
মুখ ফুটে কখনো হয় না বলা।
তবুও জীবনটা থেমে নেই,
বাকি রয়েছে আরও পথ চল।
সময় নিজের মতো বয়ে যায়,
কারো জন্য থামে না তো স্রোত।
জীবনকে তার মতো চলতে দাও,
কী হবে পুষে রেখে মনের ক্রোধ?
ধরার পানে চেয়ে দেখ তুমি,
চারিদিকে কত সুন্দরের সমাহার!
মন ভরে দেখে নাও এ ভুবন,
জীবন চলে গেলে দেখিতে পারিবে না আর।
সবকিছু থেকেও যেন নেই ভুবনে,
মিথ্যা এই দুনিয়া, মিথ্যা এই সব।
খোঁজ তোমার অন্তরে, হৃদয়ের গহীনে
এসব ছেড়ে তুমি খোঁজ তোমার রব।
১৬/০১/২০২২
গ্যাস
আজগুবি নয়, গল্পও নয়, বলছি সবাই শোন –
পেটে আমার গ্যাস হয়েছে ঔষুধ খাইনি কোনো।
বিনা দাওয়াতে বিয়ে খেলাম তাও জানো না বুঝি?
গ্যাসের আমি ব্যবসা করব নাই তো কোনো পুঁজি।
খামার থেকে মুরগি নিতে পড়লাম আমি ধরা,
তার মাঝে এক মুরগি ছিল গ্যাসের কারণে মরা।
মরা মুরগির মাংস খেয়ে বন্ধুর হলো জ্বর,
হঠাৎ পেটের শব্দ আসে গড় গড়া গড়, গড়।
পেট তো ফুলে বেলুন হলো, এসব গ্যাসের ফন্দি
আজকে আমি পুলিশ ডাকবো, করব তাকে বন্দি!
পুলিশ এসে পায়না কিছু, কোথায় আছে গ্যাস?
গ্যাস যে আমার পেটের ভিতর, আমি হইলাম শেষ।
এখন আমি ঔষুধ খাবো যেটা অনেক দামি,
ঔষুধ খেয়ে শান্ত শরীর মুক্তি পেলাম আমি।
সেদিন থেকে এদেশে আর দেখিনি কোনো গ্যাস,
আমরা এখন সুখী সবাই, সুখী বাংলাদেশ।
২০.০৬.২০২২
আমি এক অসহায় কবি
আমি এক অসহায় কবি
যার নেই কোনো ছন্দ,
একান্ত মনে লিখে যাই
যার মাঝে থাকে হাজারো দ্বন্দ্ব।
সবেমাত্র ম্যাট্রিক দিয়েছি আমি
ক্ষুদ্র আমার জ্ঞান, তাই
বন্ধুরা আমায় অনেক কথা বলে,
“তোর কবিতা কে পড়বে রে ভাই”।
আমি এক অসহায় কবি
রবীন্দ্রনাথের মতো নেই লম্বা চুল,
স্বল্প আমার ভাষা জ্ঞান
কবিতায় থাকে অনেক অনেক ভুল।
প্রথম কবিতা লেখার পর
পত্রিকায় পাঠিয়েছিলাম সেটা,
অনুপযুক্ত বলে ছাপানো হয়নি
তাই বলে ভাঙেনি তো আমার মনটা।
তবুও আমি লিখে যাই কবিতা
মনে গেঁথে কবি নজরুল এর ছবিটা।
১৪/১০/২০২২
মুনতাছির সাবিত
***
[মাঝে-মধ্যে বাংলা লাইব্রেরির পাঠকদের পাঠানো লেখালেখিও লাইব্রেরিতে রাখা যায়। সে চিন্তা থেকেই এই কবিতা তিনটি দেয়া হল।]
Montasir Sabit
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।।