আসল কাজে ফাঁকি দিয়া রে
মন তুই আর চলিবে কতদিন
শোধ হলো না মহাজনের ঋণ ॥
মন রে, ভবের বাজারে আইয়া
ছয় রিপুর সঙ্গ পাইয়া রে
কামিনী কাঞ্চন চাইয়া রে
মন তোর আপনজন বাসিলে ভিন ॥
মন রে, চিন্তা করে দেখতে হবে
কেউ তো রইল না ভবে রে
একা একদিন যাইতে হবে রে
মন তোর সঙ্গী নাই কেউ যাবার দিন ॥
মন রে, বাউল আবদুল করিম ভাবে
কেন বা আসিলাম ভবে রে
ভবের জনম বিফল যাবে রে
আমার মনপাগলা বড় কঠিন ॥
পূর্ববর্তী:
« আসরে আইসহে গউর হরি তাপিত প্ৰাণ শীতল করি
« আসরে আইসহে গউর হরি তাপিত প্ৰাণ শীতল করি
পরবর্তী:
আসল ধনের নাই ঠিকানা মন করে তার উপাসনা »
আসল ধনের নাই ঠিকানা মন করে তার উপাসনা »
Leave a Reply