জন্মিয়া শুনেছি ভবে তুমি আছ
তুমি চন্দ্র সূর্য গ্রহ তারা
আকাশ বাতাস সৃজিয়াছ ॥
এ বিশ্বব্রহ্মাণ্ড গড়ে
জীবসমষ্টি সৃষ্টি করে
প্রাণের প্রাণ হয়ে পরে
মিছরিতে মিঠা সেজেছ ॥
ছয় রিপুর যন্ত্রণায় পড়ে
ঘুরছে জীব এই সংসারে
ধর্মাধর্ম বিচার করে
কয়জনকে সে-জ্ঞান দিয়াছ ॥
মসজিদ-মন্দির-গির্জাঘরে
কেউ খোঁজে জঙ্গল-পাহাড়ে
আবদুল করিম বিশ্বাস করে
আমাতে তুমি রয়েছ ॥
পূর্ববর্তী:
« জনসমুদ্রে নতুন জোয়ার এল রে
« জনসমুদ্রে নতুন জোয়ার এল রে
পরবর্তী:
জন্মের মত দিয়া ফাঁকি উড়ে গেল রাধাপাখী »
জন্মের মত দিয়া ফাঁকি উড়ে গেল রাধাপাখী »
Leave a Reply