দয়াল তুমি রাহমান রাহিম
দয়া করো ক্ষমা করো
তুমি আহকামুল হাকিম ॥
পড়িয়া এই ভবের ধাঁধায়
জীবন আমার বিফলে যায়
তুমি বিনা আমি অসহায়
এই ভবে হলেম এতিম ॥
তালাচাবি তোমার কাছে
আমার বলতে কী ধন আছে
তোমার খাইয়া জীবন বাঁচে
আমি যে চির খাদিম ॥
রাখো চরণ ছায়াতলে
দিও না দূরে ঠেলে
তুমি দয়াল আপন হলে
আর কিছু চায় না করিম ॥
পূর্ববর্তী:
« দয়াল তিননাথ আও আমার আসরে চলিয়া আও
« দয়াল তিননাথ আও আমার আসরে চলিয়া আও
পরবর্তী:
দয়াল নাম শুনিয়া আশায় আছি চাইয়া »
দয়াল নাম শুনিয়া আশায় আছি চাইয়া »
Leave a Reply