জল ধামাইল
আমি বিনয় করি বলি রে শুক পাখিয়া
সোনা বন্ধের খবর আনি শীঘ্র দেও আনিয়া
শুক পাখিয়া বিনয় করি জলে যাব জল খেলাব
সব সখী মিলিয়া
হিয়ার মাঝে জ্বলছে অনল প্ৰাণ বন্ধের লাগিয়া।।
পুরুষ তো ভ্রমরা জাতি নিষ্ঠুর নিদয়া
জানে না নারীর বেদন কঠিন তার হিয়া।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
পিরিত কইয়া ছাইড়া গোল কী দোষ জানিয়া।
পূর্ববর্তী:
« আমি বাংলার সন্তান রে ভাই গাই বাংলার গান
« আমি বাংলার সন্তান রে ভাই গাই বাংলার গান
পরবর্তী:
আমি বুঝি না এ কেমন কানা রে »
আমি বুঝি না এ কেমন কানা রে »
Leave a Reply