পুর্ব দিকে চেয়ে দেখ আর তো নিশি নাই
জয় রাধিকা জাগো শ্যামের মনমোহিনী
বিনোদিনী রাই।
রাই জাগো গো জাগো শ্যামের
মনমোহিনী বিনোদিনী রাই।।
বাসি ফুল দাও ভাসিয়ে আবার আনো ফুল তুলিয়ে
মন সাধে যুগল সাজাই।।
শ্যাম অঙ্গ অঙ্গ দিয়ে কী সুখে আছে ঘুমিয়ে
লোক নিন্দার ভয় কি তোমার নাই।।
ভাইবে রাধারমণ বলে যুগলে যুগল মিশিয়ে
যুগল বিনা অন্য গতি নাই।।
পূর্ববর্তী:
« পুরুষকে ঘুরাইলে মায়ে কি যাদু জানে
« পুরুষকে ঘুরাইলে মায়ে কি যাদু জানে
পরবর্তী:
পূৰ্ণিমা ফাল্গুনো মাসে জন্মিলা গৌরাঙ্গ »
পূৰ্ণিমা ফাল্গুনো মাসে জন্মিলা গৌরাঙ্গ »
Leave a Reply