শ্যামের সঙ্কেত মুরলী বাজিল গো সই
ঐ শুনি বাজিল গো নিকুঞ্জ কানন বনে।।
শ্যামের মোহন রূপ আমার লাগিল নয়ানে
বাঁশির জ্বালায় অন্তর পুড়িল আগুনে।।
আমি রৈলাম বন্ধের আগে বন্ধু রৈল কই
মনে থাকে মনের কথা কটাইল দুকাখ কই।।
শ্যামে গহীন বনে চরায় ধেনু তমাল ডালে বাজায় বেণু
ভাইবে রাধারমণ বলে আশায় থাকি পাব বলে
চরণ দেখা পাব বলে আশায় পন্থ চাইয়া রই।।
পূর্ববর্তী:
« শ্যামের মোহন রূপ গো সই ভুলিতে পারি না
« শ্যামের মোহন রূপ গো সই ভুলিতে পারি না
পরবর্তী:
শ্যামের সনে রাই মিলিল গো মিলিয়া মিশিয়া »
শ্যামের সনে রাই মিলিল গো মিলিয়া মিশিয়া »
Leave a Reply