মদন শ্রীকান্ত বিনে আমার পরানে যায়
গিয়াছিলাম জলের ঘাটে দেইখে আইলাম শ্যামরায়।।
মেঘবরণ চিকণকালা বিনাসুতে গাঁথি মালা
ত্ৰিভঙ্গ হইয়া শ্যাম মুরলী বাজায়।
জীবন থাকতে মরি আমি শ্যামের বাঁশির জ্বালায়
কদমতলে থানা বসাই বাঁশি বাজায় শ্যামরায়।।
ভাইবে রাধারমণ বলে আর এক যাইও না জলে
জলের ঘাটে যৌবন লুটে একলা পেয়ে শ্যামরায়।।
পূর্ববর্তী:
« মদন মাঝি,মদন মাঝি রে
« মদন মাঝি,মদন মাঝি রে
পরবর্তী:
মধু বৃন্দাবনেরে রাই মিলিল গিরিধারী »
মধু বৃন্দাবনেরে রাই মিলিল গিরিধারী »
Leave a Reply