বিশাখে গো শোন শ্রবণে
ও নিশাতে বন্ধুয়ার বাঁশিয়ে আমায় ডাকে কেনে।
প্রতি অঙ্গ জরজর মুরলীর টানে
শুনিয়া মুরলীর ধ্বনি মন টানে যাই বলে
ঘরে বাইরে হইলাম দোষী বাঁশির কারণে।।
কুপিত সাপিনী যেমন গরুড় উৎকারে
রাধারমণ বলে ধনি কী ভাব হইল মনে
শীঘ্ৰ চল ও বিশাখে প্ৰাণবন্ধু দর্শনে।
পূর্ববর্তী:
« বিশখে কি রূপ দেখালে চিত্রপটে
« বিশখে কি রূপ দেখালে চিত্রপটে
পরবর্তী:
বিশাখে শ্যামসুখেতে আমার মরণ »
বিশাখে শ্যামসুখেতে আমার মরণ »
Leave a Reply