বাঁশি বাজায় গো শ্ৰীকান্তে
রাধা রাধা রাধা ধ্বনি পাইলাম শুনতে।।
একদিন গিয়েছিলাম যমুনায় জল আনতে
রূপ দেখিয়ে অইলাম পাগল
আইলাম কানতে কানতে
গাঁথিয়া ফুলের মালা চাইয়া রৈলাম পন্থে
আসবে নি শ্যাম কালা এ দেহে প্ৰাণ থাকতে।।
ভাইবে রাধারমণ বলে মৈলাম কালার পিরিতে
একজলা শ্যামবিচ্ছেদ আর জ্বালা বদন্তে।।
পূর্ববর্তী:
« বাঁশি বাজল বিপিনে, প্ৰাণে শান্তনা মানে বাঁশির গানে
« বাঁশি বাজল বিপিনে, প্ৰাণে শান্তনা মানে বাঁশির গানে
পরবর্তী:
বাঁশি বাজে কোন বনে গো সজনী ঐ শোনা যায় »
বাঁশি বাজে কোন বনে গো সজনী ঐ শোনা যায় »
Leave a Reply