অনুরাগ
আমি পাগলিনী হইলাম যার লাগিয়া গো রূপ দেখিয়া
এগো সে জনারে একেবারে এনে দেখাও না আনিয়া।।
নয়নে দেখিলাম চাইয়া জলের ঘাটে শ্যাম কালিয়া
সে যে স্থিরে বসি বাজায় বাঁশি হাসিয়া হাসিয়া
হেন কালে শ্যামনগরে বাঁশি থইয়া আমার ধারে গো
এগো কলসীখানি ভেসে গেল প্রেমের ঢেউ লাগিয়া।।
ভাইবে রাধারমণ বলে মনের আশা রইল মনে গো
রূপ দেখিয়া প্রেমের লাগি কাঁদে আমার হিয়া।
পূর্ববর্তী:
« আমি পাগল হয়েছি বন্ধের বদন দেখিয়া
« আমি পাগল হয়েছি বন্ধের বদন দেখিয়া
Leave a Reply