সজনী গো গুরু ধন ধন চিনলাম না।
অমূল্য ধন গুরুর চরণ ভজন হইল না।।
বেচিলাম জিনিস নগদ বাকী, লইয়া গেল দিয়া ফাঁকি
আর কতদিন বসে থাকি আসল উসল হৈল না।।
আমার মনেতে মন পাগল, বনে পাগল ময়না
হৃদয় পিঞ্জিরার পাখি সিয়ালে বেড়ায় না।
কামনদীতে তিন ধারা চিনতে পারলাম না
সেই নদী চিনতে পারলে তন্ত্ৰমন্ত্র লাগে না।
শ্রীরাধারমণ বলে আমার ঘাটে যাওয়া হইল না
বেভুলেতে দিন গায়াইলাম গুরুর চরণ ভজালাম না।
পূর্ববর্তী:
« সজনী ও সজনী আইল না শ্যাম গুণমণি
« সজনী ও সজনী আইল না শ্যাম গুণমণি
পরবর্তী:
সজনী গো নুতন প্রেম বাড়াইয়া নিল প্ৰাণি »
সজনী গো নুতন প্রেম বাড়াইয়া নিল প্ৰাণি »
Leave a Reply