দেহতত্ত্ব
আতি সাধের ঘর ভাঙ্গিয়া নিল এক দিনের তুফানে
এগো ভক্তিভাবে লাগোও পালা যে কোন সন্ধানে।।
ছয় ইন্দুরায় ভিটার মাটি কুড়ে রাত্র দিনে
এগো মাড়ইশ পালা যাহা ছিল সবেই খাইল ঘুণে।।
ছুটিল লাহুতের নদী কমতি হইল বল
বত্ৰিশ বালেদার ঘরখানি এক দিনে খসিবে।।
ভাইবে রাধারমণ বলে মানব জনম যায় বিফলে
আমার হবে না মানব জনম ভাঙলে মাথা পাষাণে।
পূর্ববর্তী:
« আজো আইছে সময় মুর্শিদ ধরো মনরে
« আজো আইছে সময় মুর্শিদ ধরো মনরে
পরবর্তী:
আদরে বাজায়গো বাঁশি রসিক বন্ধুয়া »
আদরে বাজায়গো বাঁশি রসিক বন্ধুয়া »
Leave a Reply