প্ৰভু তোমায় ডাকি আমি হরিবল বলে
দয়া করি নেও আমায়ে তোমার নায়ে ভুলে।
দীন জনে পার করা গুরু ঠেকেছি ভবের জঞ্জালে
ভবের মায়ায় কাল কটাইলাম নেও দিয়ার ছলে।
ভবের ঘাটে দিছ খেওয়া দয়াগুণে আনা নেওয়া
পার কর দয়াল গুরু দীনহীন কাঙ্গালে।
মনমাঝি হয়ে বেভূল নাশ কইলো বিভব অতুল
এখন আর দেখিনা কুল তাই ডাকি দয়াল বলে।।
দয়া করি নেও মোরে ঠেকিয়াছি ভব সায়রে
শ্রীরাধারমণের আশা ঐ চরণ তলে।।
পূর্ববর্তী:
« প্রেমেরি বাগানে শুনি ভ্রমরের গুঞ্জন
« প্রেমেরি বাগানে শুনি ভ্রমরের গুঞ্জন
পরবর্তী:
প্ৰাণ কি করে গো সই মন চলে না গৃহে »
প্ৰাণ কি করে গো সই মন চলে না গৃহে »
Leave a Reply