(বিয়ের গান)
হের না হের না সখীরে হের নয়ন ভরি।
ঘাটের কুলে বিপুলারে প্ৰদক্ষিণ করে
বাঁকে বাঁকে খৈ বরিষণ করে।।
সঙ্গে লইয়া সাতবার প্রদক্ষিণ সাতনমস্কার
বর বুইলা শতবৃক্ষ শ্ৰীহরির সম্মান।।
রাধারমণ কয় গো ধনী শুন এ বচন
ধীরে ধীরে কন্যা লইয়া করয়ে গমন।।
পূর্ববর্তী:
« হেইরে গৌরচান্দ গো গেল কুলমান
« হেইরে গৌরচান্দ গো গেল কুলমান
পরবর্তী:
হয়রানি হইলাম গো আমি খোদার সন্ধানে »
হয়রানি হইলাম গো আমি খোদার সন্ধানে »
Leave a Reply