(সংসার ভাবনা)
মন রবে না রে চিরকাল, নারীর
যৌবন যমুনার জোয়ার।
নারী জাতি অল্পমতি সন্ধানে
করাইছে পিরীতি,
কামরতি দিয়া মন ভুলায়।
শুকনা ফুলের মধু খাইয়া
ভ্রমর ঠাঠ খানে রাখছে সংসার।
ভাইবে রাধারমণ বলে
কেন গো তুই প্ৰেম করিলে
ও নারী ছাইড়া গেলে
দিবে গালি রে
মন বলবে পাছে হায় রে হায়।।
পাঠান্তর : সুখ–করাইয়াছে > বাড়ায়, কামরতি > কামারাতি; শুকনা… সংসার > রস পাই ফুলের মধুমেমব্রে ঠাঠ টানে রাখছে সংসার, কেনগো…করিলে > কেম নে তুই এমন হৈলে; ও নারী … হায় রে হায় > এখন নারীর কি হবে উপায়। নারী ছাড়িয়া গেলে দিবে গালি/গাছে বলবে হায় রে হায়।
পূর্ববর্তী:
« মন যদি হতে চাও মানুষ
« মন যদি হতে চাও মানুষ
পরবর্তী:
মন রে পাগল ও মনা তুমি কার ভরসা করো »
মন রে পাগল ও মনা তুমি কার ভরসা করো »
Leave a Reply