(শিব বন্দনা)
ববম ববম কমলপদে দণ্ডব্যৎ ও কাশীনাথ
ও সমুদ্র মন্থনকালে বিষ উঠে উথাইলে।।
সেই বিষ ও করিলায় পান ও কাশীনাথ
ও বিষ ও খাইয়া বেভোর হইয়া পাৰ্বতী কুলে লইয়া
সেই ধরে নীলকণ্ঠ নাম।।
লঙ্কাতে রাবণ দুষ্ট মদ মাংস খাইয়া তুষ্ট
সেও তো আছিল তোমার দাস
রাম যারে সংহারিল বৈকুণ্ঠে চলিয়া গেল
তাহারে তরাইলায় নিজ গুণে।।
সিংহ ব্যাঘ্রেরে থুইয়া বিল্বডালে উঠ বাইয়া
শিবরাত্র চতুর্দশী দিনে
ভাইবে রাধারমণ বলে শম্ভুনাথের পদকমলে
অক্তিমকালে দিও চরণতরী।
পূর্ববর্তী:
« বন্ধের লাগি কান্দে আমার মন কান্দি কান্দি জীবন গেল
« বন্ধের লাগি কান্দে আমার মন কান্দি কান্দি জীবন গেল
পরবর্তী:
বর্তমান সমাজের ভাব দেখে ভয় পাই »
বর্তমান সমাজের ভাব দেখে ভয় পাই »
Leave a Reply