(ত্রিনাথ বন্দনা)
দয়াল তিননাথ আও
আমার আসরে চলিয়া আও।।
বসিতে আসন বা দিব দয়াল তিননাথ
মস্তক উপরে বা তিননাথ।।
ও যথায় তথায় যাও বা তিননাথ
আসিও সকালে ও বা তিননাথ।।
ও শ্রীরাধারমণের আশা দয়াল তিননাথ
উড়াইয়া আসিও বা দয়াল তিননাথ।
পূর্ববর্তী:
« দয়াল চাঁন্দের হাট বাজারে প্রেম বিকাইতে চল্
« দয়াল চাঁন্দের হাট বাজারে প্রেম বিকাইতে চল্
পরবর্তী:
দয়াল তুমি রাহমান রাহিম »
দয়াল তুমি রাহমান রাহিম »
Leave a Reply