(বিয়ের গান-পানখিলি)
তরা দেখ সখীগন
ভালোমতে কাটে গুয়া দেবের নারীগণ।।
মঙ্গলজুকারে গুয়া আনিলা তখন।
প্ৰথমে ব্ৰাহ্মণী স্মরিলা নারায়ণ।।
সুবর্ণের সর্তায় গুয়া কাটিলা তখন।
জিরা কাটি সব রমণী আনন্দিত মন।।
জামাইর মায়ে কাটইন গুয়া দেখিতে সুন্দর
রমণ বলে পান খিলির হইল শুভক্ষণ।।
পূর্ববর্তী:
« তনের নাও, সাবধানে সন্ধানে মাঝি ধীরে ধীরে বাও
« তনের নাও, সাবধানে সন্ধানে মাঝি ধীরে ধীরে বাও
পরবর্তী:
তরী বাইওরে সুজন নাইয়া বেলার দিগে চাইয়া »
তরী বাইওরে সুজন নাইয়া বেলার দিগে চাইয়া »
Leave a Reply