(রামায়ণ অবলম্বনে)
চল সখী রঙ্গ হেরি মিথিলা ভুবন।
আসিয়াছইন রামচন্দ্র কৌশল্যা নন্দন
কাঞ্চনে জভিত রথ অধিক সাজন।
মণিমুক্ত প্ৰবালাদি ফানুষ লেন্টন।
মৃদঙ্গ মন্দিরা বাজে বাজিছে বাদন
ঠিকারা নাগাড়ার ধ্বনি স্থির না হয় মন।
অপ্সরীয়ে নৃত্য করে গন্ধৰ্বের গায়ন
রথ হইতে ভূমিতে করিলা পদাৰ্পণ
ভুবনবিজয়ী রাম, বলিছে রমণ।।
পূর্ববর্তী:
« চল সখী বন্ধু দেখতে যাই গে কদমতলায়
« চল সখী বন্ধু দেখতে যাই গে কদমতলায়
পরবর্তী:
চলগো সখী জল আনিতে »
চলগো সখী জল আনিতে »
Leave a Reply