রাধা বন্দনা
এই আসরে এসে করা দয়া গো রাধা বিনোদিনী
একবার যুগলবেশে দাঁড়াও এসে নিরাখি জুড়াই প্ৰাণী
তুমি ব্ৰহ্মা তুমি বিষ্ণু তুমি রাধাকানু
তুমি রাধা আদ্যাশক্তি চৈতন্যরূপিণী।।
ভাইবে রাধারমণ ভনে এই বাসনা মনে
মরণকালে দয়া করে দিও চরণতরী।
পূর্ববর্তী:
« এ সংসারে জুয়া খেলা হারজিতের কারবার
« এ সংসারে জুয়া খেলা হারজিতের কারবার
পরবর্তী:
এই তো মহাজনের মত »
এই তো মহাজনের মত »
Leave a Reply