(ত্রিনাথ বন্দনা।)
আও হে গাইঞ্জা লাগাইয়া বসিয়াছি।
যশোর হইতে নতুন গাইঞ্জা কাইল কিনিয়া আনিয়াছি।।
ধোও হে গাইঞ্জা গোলাপজলে বীজ ফালাইয়া পাকুড়ি তুলে
হাতে তুলে নয় টিপ দিয়ে কলকি সাজাইয়াছিরে।।
গাইঞ্জা খাও রে যত সখা একবার এসে দাও রে দেখা
গাইঞ্জায় দম দিতে নাই লেখাজোকা দমসাধন করিয়াছে।।
ভাইবে রাধারমণ বলে শম্ভুনাথের পদকমলে
ঠাকুর তিননাথ বইলে এ জগতে বাদশাহী করিয়াছি।।
পূর্ববর্তী:
« আউলিয়া-সরদার করে ভেজিলেন পরোয়ারে
« আউলিয়া-সরদার করে ভেজিলেন পরোয়ারে
পরবর্তী:
আখি হইল ঘোর গো সখী নিশি হইল ভোর »
আখি হইল ঘোর গো সখী নিশি হইল ভোর »
Leave a Reply