দেবাদিদৈত্য মানব কীটপতঙ্গাদি যত
যক্ষগন্ধৰ্বদি প্ৰসূতিনী
তুমি কল্প তরুলতা পল্লবাদি পুষ্পলতা
তুমি ধাত্যস্বত স্বরাপিনী।।
তুমি তুল্য তুলসী তুমি গয়া তুমি কাশী
বৃন্দাবনে যশোদা নন্দিনী
তুমি রাধা তুমি রাম তুমি কৃষ্ণ বলরাম
শ্ৰীরাম তারিণী তারা শুনি।।
অবতার অবতারি সৃষ্টিস্থিতি ভঙ্গকারী
তুমি গো মা অনন্তরূপিণী
নিরাকারে বটপত্ৰ তাহে স্থিতি পথনেত্র
অখণ্ড ব্ৰহ্মাণ্ড প্ৰসূতিনী।
শ্ৰী রাধারমণ আশা মা না করিও নিরাশা
অন্তে দিও চরণ দুখানি।
পূর্ববর্তী:
« দেবর আসিয়া কইনা দেওগো দিদি জাঠা
« দেবর আসিয়া কইনা দেওগো দিদি জাঠা
পরবর্তী:
দেশ এবং মানুষের যদি চাও উন্নতি »
দেশ এবং মানুষের যদি চাও উন্নতি »
Leave a Reply