জগজননী ভবান্দারা আসিয়াছে।।ধু।।
তপ্ত কাঞ্চন রূপের কিরণ ভুবন আলো করিয়াছে।।চি।।
শুকনামা সুকেশিনী ত্ৰিভঙ্গ বাঁকা ত্রিনয়নী
ওষ্ঠাধর বিম্ব জিনি দশভুজে বেড়িয়াছে
ইন্দ্ৰধনু জিনি ভুরু যেন রামে রম্ভা-উরু
শ্ৰীচরণ পল্লব কল্পতরু একশচন্দ্ৰে শোভিয়াছে
কী শোভাবাসা চন্দ্রিমা জগতে নাই তমসা
হরিহরের মনোরমা সিংহোপরি দাঁড়াইয়াছে
সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক আর গণপতি
রাধারমণের এই মিনতি অন্তে যেন রেখা কাছে।
পূর্ববর্তী:
« ছেলেমেয়ে আছ যারা শিক্ষা-দীক্ষার প্রয়োজন
« ছেলেমেয়ে আছ যারা শিক্ষা-দীক্ষার প্রয়োজন
পরবর্তী:
জনম দুখী কপাল পোড়া »
জনম দুখী কপাল পোড়া »
Leave a Reply