এই মহামায়া যুগল মালা
লীলা ব্ৰজপুরে।
ঐ মাখন চুরি করিয়ে আয়
গোপীঘরে।।
জগৎ মাতৃ জগৎ ধাত্রী
বিদিত সংসারে।
এসে অবনীতে জীব তরাইতে
গিরিরাজপুরে।।
মা গো দশভূজা অতিশয় তেজা
ভুবন আলো করে।
সবাই সমান নাথি অন্য জ্ঞান
ভুবন মাঝারে।।
মারি কোলাতল অতি সুশীতল
জননী উদরে।
রাধারমণ বলে বিপদ কালে
ডাকি তোমারে।
দীনে দয়া করে মনদুঃখ হর
বস গো কাতারে
শ্রীহরি শ্রীহরি নামে যাত্রা করি
যাব ব্ৰজপুরে।
পূর্ববর্তী:
« এই ভবের বাজার, নূর নবী ম্যানেজার
« এই ভবের বাজার, নূর নবী ম্যানেজার
Leave a Reply