তাল-খেমটা
হরি বল রে বদনে, শ্রবণে শুন রে কৃষ্ণনাম
ত্বরা পুর্ণ হবে মনস্কাম।।ধু।।
মন রে হরিনাম প্রভুর মর্ম,
ধন্য কলিকালে ছয় গোস্বামীর ধর্ম
তারা হইয়ে জীতে মরা সাধিয়া গেছে অধর ধরা,
রসিকের করণ বিষয় জীবন ডুইবে থাকা অভিরাম।।
মন রে নামের মূল্য চৈতন্য দেশে
শ্রবণাদি চৌষট্ট্যিাঙ্গ ভক্তিরসে
বাড়ে ভক্তি কল্পলতা
অনুরাগ ভালোভাবে পাতা
ভক্তি লতায় প্রেমের কলি ফুল ফুটে তার অবিরাম।
অজপাতে রেল বসাইয়ে
নামের গাড়ি নিষ্ঠা চাকে যোগান দিয়ে
চালায় নিঃশ্বাসের ইঞ্জিন প্ৰাপের কয়লায় কামের আগুন
শ্ৰীরাধারমণে বলে অতি জলে সাঙ্গ হরে কৃষ্ণ নাম।
পাঠান্তুর : হরি বল রে প্রভুর মর্ম -> শ্রবণে শুন রে কৃষ্ণনাম/ ও তোর পূর্ণ হবে মনস্কাম/ হরি বল রে বদনে হরির নামে তিন প্রভুর মর্ম অধর ধরা > অধম ধরা, রসিকের… ডুইবে বসিয়ে ধরম বিষম করণ বসে উইঠে; অনুরাগ >.পাতা অনুরাগ ডালভারের পাতা; চালায়…ইঞ্জিন > বিশ্বাসের ইঞ্জিন; পাপের > কামের; অতজলে সাঙ্গ > শতদল শব্দ।
পূর্ববর্তী:
« হরি বল রে অজ্ঞান মন
« হরি বল রে অজ্ঞান মন
পরবর্তী:
হরি বল রে মনরসনা শুনরে কৃষ্ণ নাম »
হরি বল রে মনরসনা শুনরে কৃষ্ণ নাম »
Leave a Reply