সজনী, আমি ভাবের মরা মইলাম না,–
স’জ পিরিতি হইল না।
সহজ পিরিতি হইতে পারে–
দুইজন হইলে একমানা।
মধুর লোভে কাল ভমরে
করছে আনা-যানা।
শুকাইলে কমলার মধু
ফিরে ভমর আসবে না।।
আর ভাইবে রাধারমণ বলে —
মনের ওই বাসনা।
সহজ পিরিত সিংহের দুধ
মাটির বাসনে টিকে না।
পূর্ববর্তী:
« সজনী সই গো, আমি রইলাম কার আশায়
« সজনী সই গো, আমি রইলাম কার আশায়
পরবর্তী:
সদায় পিঞ্জরে বসে রাধাকৃষ্ণ ভাবো না »
সদায় পিঞ্জরে বসে রাধাকৃষ্ণ ভাবো না »
Leave a Reply