শুন মাইয়ার পরিচয়।।ধু।।
অনন্ত মাইয়া দেখ চাইয়া এক মাইয়া সৃষ্টি প্ৰলয়।। চি।।
এক মাইয়া অনন্তজীবে প্রধানা প্রকৃতি হয়
আরেক মাইয়া শিবহৃদে উলঙ্গে দাঁড়াইয়া রয়।।১।।
আরেক মাইয়া নিত্য দেশে অখণ্ডমণ্ডলে রয়।
যে মাইয়া কৃষ্ণলীলায় শতকোটি রাধা হয়।।২।।
সমঞ্জুসা সাধারণী আত্মসুখের চিন্ময় রয়
যে মাইয়া নবকৃষ্ণ ভজে সে মাইয়া তো মাইয়া নয়।।৩।।
মাধুর্যে সমর্থ মাইয়া গৌণমুখ্য পাঁচ ভেদ হয়
কৃষ্ণ সুখে দেহ রেখে আহার নিদ্রা মৈথুন ভয়।।৪।।
শুদ্ধ মাইয়ার পঞ্চশত গুণ আটচল্লিশ লক্ষণা হয়।
ঐ চরণের অভিলাষে শ্ৰী রাধারমণে কয়।।।৫।।
পূর্ববর্তী:
« শুন মনোচোরের বাঁশি করিরে মানা
« শুন মনোচোরের বাঁশি করিরে মানা
পরবর্তী:
শুন রাই বিনোদিনী কেন বা কাঁদ তুমি »
শুন রাই বিনোদিনী কেন বা কাঁদ তুমি »
Leave a Reply